শিরোনাম
ভারতে বন্ধ হচ্ছে জাকির নায়েকের এনজিও
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ০৯:৫৬
ভারতে  বন্ধ হচ্ছে জাকির নায়েকের এনজিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে নিষিদ্ধ হতে চলেছে বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েকের এনজিও ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এনজিওটিকে যাতে নিষিদ্ধ করা যায় সেজন্য খসড়া নোট তৈরির কাজও সেরে ফেলেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

 

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পিস টিভি নামে একটি ইসলামি চ্যানেলের সঙ্গে সন্দেহজনক যোগাযোগ আছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের। এই চ্যানেলটির বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা দেয়ার অভিযোগ আছে। সেজন্যই জাকির নায়েকের এই এনজিওটিকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করতে চলেছেন তারা।

 

জানা যায়, মহারাষ্ট্র পুলিশের তথ্যের ভিত্তিতেই ওই খসড়া তৈরি হচ্ছে। জাকিরের দুটি শিক্ষামূলক ট্রাস্টও আছে। সেগুলোর কর্মকাণ্ডেও নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

 

 

প্রসঙ্গত, বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের মধ্যে রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করতেন বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি অনুষ্ঠান তার ফেসবুক পেজে পোস্ট করেছিল।

 

এছাড়া ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া জঙ্গিরাও জাকির নায়েককে অনুসরণ করতেন বলে অভিযোগ পাওয়া যায়। পাটনার গান্ধী ময়দান ও বুদ্ধগয়া বিস্ফোরণে আটক জঙ্গিদের কাছ থেকেও জাকিরের বক্তৃতার সিডি ও বই উদ্ধারের দাবি করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এমন প্রেক্ষাপটে ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি ওঠে।

 

জাকিরের বিভিন্ন বয়ানের অডিও-ভিডিও ক্লিপিংস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গতিবিধি খতিয়ে দেখতে ভারত সরকার ৯টি তদন্ত দল গঠন করে। অন্যদিকে বাংলাদেশেও তার পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করেছে সরকার।

 

অবশ্য জাকির নায়েকের দাবি, তার বিরুদ্ধে জঙ্গিবাদে উস্কানি দেয়ার যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। কোনো সন্ত্রাসী যদি তার ভক্ত হয়, তবে সেটি সেই সন্ত্রাসীর ব্যক্তিগত বিষয় বলেও উল্লেখ করেন জাকির। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com