শিরোনাম
ভোট হলে ক্ষমতায় আসতে পারে এনডিএ
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৭:১৫
ভোট হলে ক্ষমতায় আসতে পারে এনডিএ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা এতটুকু কমেনি বরং দেশটিতে এখনই লোকসভা নির্বাচন হলে ফের ক্ষমতায় আসবে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ)। জোটের ঝুলিতে আসতে পারে ৩৩১টি আসন।


র নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী হবেন মোদী। এবিপি নিউজ এবং লোকনীতি-সিএসডিএস’এর যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।


জরিপে দেখা গেছে, গত নির্বাচনের চেয়ে এবার কিছুটা ভাল ফল হতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোটের। তারা জিততে পারে ১০৪টি আসন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জোটের দখলে গিয়েছিল মাত্র ৪৪টি আসন। আর অন্য ছোট দলগুলো মিলিয়ে ১০৮টি আসন পেতে পারে।


সম্প্রতি পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের ১৪২ নির্বাচনী কেন্দ্রে জরিপ চালায় ওই সংস্থাটি। সেখানে দেখা যায়, গত নির্বাচনের চেয়ে এবার ১৬টি আসন বেশি পেতে পারে এনডিএ জোট। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িষ্যায়। ইউপিএ জোটও গতবারের চেয়ে ৩টি আসন বেশি পেতে পারে। তবে অপেক্ষাকৃত ছোট দলগুলোর আসন সংখ্যা অনেক কমে যেতে পারে। জরিপ বলছে অন্তত ১৯টি আসন কম পেতে পারে এই ছোট দলগুলোর।


চলতি মাসেই মোদী সরকারের তিন বছর পূর্ণ হচ্ছে। এ নিয়ে দেশজুড়ে উৎসবেরও অয়োজন করেছে বিজেপি। ২৬ মে থেকে ১৫ জুনের মধ্যে অন্তত ৯০০টি শহরে ‘মোদি’ উৎসব করবে বিজেপি। সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের যা ফলাফল তাতে বিজেপির বিজয়রথের গতি স্তব্ধ করাটা বেশ কঠিন। এমন এক পরিস্থিতির মধ্যে এই জরিপ নতুন ভাবনার জন্ম দিতে পারে।


তবে উত্তর ভারতের রাজ্যগুলোতে এনডিএ জোট কিছুটা ধাক্কা খেতে পারে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ও উত্তরপ্রদেশের একাধিক কেন্দ্রে জরিপ চালিয়ে দেখা গেছে এনডিএ জোটের আসন সংখ্যা ১৫টির মতো কমতে পারে। যৌথ জরিপ বলছে এই মূহুর্তে লোকসভা নির্বাচন হলে উত্তর ভারতে ১৫১টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ১১৬টি আসন। ৯টি আসন বেড়ে ইউপিএ’এ ১৫টি আসনে জয় পেতে পারে। পাশাপাশি অন্যরা পেতে পারে ২০টি আসন। তাদেরও আসন সংখ্যা ৬টি বাড়তে পারে।


উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতেও এনডিএ’র চেয়ে কিছুটা সুবিধাজনক স্থানে অবস্থান করছে ইউপিএ জোট। দক্ষিণ ভারতের ১৩২টি নির্বাচনী কেন্দ্রে এই জরিপ চালানো হয়। দেখা গেছে, এখনি ভোট হলে ২৯টি আসন বেশি পেয়ে ইউপিএ জোটের আসন সংখ্যা হতে পারে ৫২। এনডিএ পেতে পারে ৩৯টি এবং অন্য আঞ্চলিক দল ৪৬টি আসনে জিততে পারে।


পশ্চিম ও মধ্য ভারতে ১১৮টি আসনের মধ্যে ১০৫টি আসনে জিততে পারে এনডিএ। ইউপিএ জোট পেতে পারে ১২টি আসন।


দেশজুড়ে ১৯টি রাজ্যের ১১,৩৭৩ জন ভোটারের ওপর জরিপ করে দেখা গেছে, প্রতি দশ জন ভোটারের সাত জন (৬৯ শতাংশ) প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দক্ষতায় খুশি।


বিবার্তা/ডিডি/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com