শিরোনাম
মুসলিম নারীদের জীবন নষ্ট হতে দেব না: মোদি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ০৯:৪৯
মুসলিম নারীদের জীবন নষ্ট হতে দেব না: মোদি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিন তালাকের ফলে কোনো মুসলিম নারীর জীবন তছনছ করতে দেয়া যাবে না।

 

তিন তালাক ইস্যুতে সম্প্রতি ভারতজুড়ে বিতর্কের মধ্যেই সোমবার উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তার প্রশ্ন, ‘এটা কি ন্যায়সঙ্গত যে, কোনো পুরুষ ফোনে তিন তালাক বলে দেবে, আর একজন মুসলিম নারীর জীবন তছনছ হয়ে যাবে?’  

 

আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচন। তার আগে এই প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘আমি অবাক হই যে, শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতির জন্য কেউ কেউ মুসলিম নারীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। ’

 

রাজনৈতিক মহলের অভিমত, তিন তালাক নিয়ে একটি নতুন বিতর্ক শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইতোমধ্যেই কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয়া হয়েছে, সরকার তিন তালাকের পক্ষে নয়। বেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে অরুণ জেটলি এ নিয়ে সরকারের পক্ষে কথা বলছেন। কিন্তু এ নিয়ে দেশজুড়ে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলো।

 

সেই প্রেক্ষিতেই এ দিন মুখ খুলেন মোদি। এরকম একটি ঘটনাকে সাম্প্রদায়িক বিষয় হিসেবে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, ‘যারা টেলিভিশনে এই সম্পর্কিত বিষয়ে টক শো’তে অংশ নিচ্ছেন তাদের কাছে আমি আর্জি জানাব তারা যেন মুসলিম নারীদের অধিকারের বিষয়টিকে হিন্দু-মুসলিম ইস্যু বানিয়ে না ফেলেন।’

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com