শিরোনাম
অল্পের জন্য বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৯:১০
অল্পের জন্য বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের ওপর জঙ্গি হামলা হয়েছে। তবে এ যাত্রায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।


সোমবার সকালে চিঙ্গাইয়ের ওখরাল হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের পরই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাত বন্দুকধারীরা। গুলিতে মণিপুরী রাইফেলসের এক নিরাপত্তারক্ষী আহত হন।


সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী গইখানগমকে সাথে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইম্ফল ছাড়েন মুখ্যমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টার দিকে হেলিপ্যাডে অবতরণ করে হেলিকপ্টারটি। বাইরে তখন রাজ্য সরকারের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন।


মুখ্যমন্ত্রীও হেলিকপ্টার থেকে বাইরে আসার অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে ঝাঁকে-ঝাঁকে গুলি আসতে শুরু করে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে। তৎক্ষণাৎ অত্যন্ত তৎপরতার সাথে উখরুল থেকে চিঙ্গাই গ্রামের দিকে হেলিকপ্টারটি উড়িয়ে নেন এর পাইলট। তবে সেখানেও বিক্ষোভের জন্য হেলিকপ্টারটি অবতরণ করতে পারেনি।


জঙ্গি হামলার পর মুখ্যমন্ত্রী তার যাবতীয় কর্মসূচি বাতিল করেন এবং রাজ্যটির রাজধানী ইম্ফলে ফিরে জরুরি বৈঠক ডাকেন। এদিন উখরুল জেলার হানফুং ও চিঙ্গাই গ্রামে কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এর মধ্যে হানফুং গ্রামে ১০০ শয্যার একটি হাসপাতাল ও পাওয়ার স্টেশনের উদ্বোধন করার কথা ছিল তার।


হামলার ঘটনায় নাগা সন্ত্রাসবাদী সংগঠন এনএসসিএন(আই-এম) এর সদস্যরা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com