শিরোনাম
উড়িষ্যায় ২১ মাওবাদী জঙ্গি নিহত
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১১:২৮
উড়িষ্যায় ২১ মাওবাদী জঙ্গি নিহত
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের উড়িষ্যার মালকানগিরি জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ সংগঠন মাওবাদীর ২১ জঙ্গি নিহত হয়েছে। সোমবার ভোরে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা পুলিশের যৌথ অভিযানে তাদের মৃত্যু হয়।  

 

পুলিশ সূত্রে জানা যায়, মাওবাদীদের জমায়েত হওয়ার খবর পেয়েই এদিন সকালে মালকানগিরির ১০ কিলোমিটর ভেতরের গভীর জঙ্গলে মাওবাদীদের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেসময় অন্তত ৫০ থেকে ৬০ জন মাও সদস্য একটি বৈঠক করছিলেন।  

 

নিহতদের মধ্যে মাওবাদীদের কয়েকজন শীর্ষ নেতাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই পক্ষের বন্দুকযুদ্ধে ডিএসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

 

ঘটনাস্থল থেকে একে-৪৭, সেল্ফ লোডেড রাইফেলসসহ (এসএলআর) বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উড়িষ্যার মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে মালকানগিরি অন্যতম।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com