শিরোনাম
কলকাতা-খুলনা বাসের উদ্বোধন মঙ্গলবার
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৬, ১৩:৪৪
কলকাতা-খুলনা বাসের উদ্বোধন মঙ্গলবার
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ৩০ আগস্ট, মঙ্গলবার কলকাতা থেকে বাংলাদেশের যশোর হয়ে খুলনা পর্যন্ত যাত্রীবাহী বাসের পরীক্ষামূলক যাত্রা শুর হবে। ওইদিন দুপুর ১২টায় কলকাতার কসবা ডিপো থেকে পরীক্ষামূলক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দ অধিকারী।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের প্রধান সচিব আলাপন বন্দোপাধ্যায়, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার জকি আহাদসহ কেন্দ্র ও রাজ্যের পরিবহন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
এর আগে আলাপন বন্দোপাধ্যায়সহ রাজ্যের পরিবহন অন্যান্য কর্মকর্তাদের যশোর-খুলনার বাস রুট দেখতে যাওয়ার কথা রয়েছে। কোন পথে বাস যাবে, বাস টার্মিনাল কোথায় হবে এগুলো পর্যবেক্ষণ করবেন তারা।
পরীক্ষামূলক যাত্রার পর বাণিজ্যিকভাবে বাস চলাচল শুরু হবে এই রুটে। কলকাতা থেকে খুলনা পর্যন্ত যাত্রাপথে সময় লাগবে প্রায় সাত ঘণ্টা। বাস চালাবে ভূতল পরিবহন নিগম। ওই দিনই ঢাকা-দিল্লি (ভায়া কলকাতা) রুটে পণ্যবাহী গাড়ি চলাচলের পরীক্ষামূলক যাত্রা শুরু করবে বাংলাদেশ।



জলপথে ভারত-বাংলাদেশের মধ্যে শিগগির যাত্রীবাহী ভেসেল পরিষেবা শুরু হবে বলেও জানা গেছে। সূত্রমতে, জলপথে কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত ৫০ আসনের যাত্রীবাহী ভেসেল চলাচলের সিদ্ধান্ত একপ্রকার পাকা হয়ে গেছে। যথেষ্ট গতিসম্পন্ন এ যানে চড়েই পর্যটকরা জলপথে মাত্র চার ঘণ্টার মধ্যে কলকাতা-ঢাকা রুটে যাতায়াত করতে পারবেন। এই রুটে বিশেষ জলযান খুব শিগগির পর্যটককে আকর্ষণ করতে পারবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com