শিরোনাম
পাক হামলায় আহত বিএসএফ জওয়ানের মৃত্যু
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১২:২৫
পাক হামলায় আহত বিএসএফ জওয়ানের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানি সেনাদের গুলিতে আহত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ জাওয়ান গুরনাম সিংহ মারা গেছেন। শনিবার রাতে জম্মুর সরকারি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার তাকে শেষ শ্রদ্ধা জানায় ভারতীয় সেনারা।

 

শুক্রবার হিরানগর সেক্টরে হামলা চালায় পাক বাহিনী। ওই হামলাতেই পাক সেনাদের ছোঁড়া স্নাইপার এসে লাগে গুরনামের শরীরে। ২৬ বছরের গুরনাম মারাত্মকভাবে আহত হন। তাকে নিয়ে যাওয়া হয় জম্মুর সরকারি মেডিক্যাল হাসপাতালে। চিকিৎসকরা প্রথম থেকেই জানিয়েছিলেন গুরনামের অবস্থা আশঙ্কাজনক।  

 

গুরুনামের মৃত্যুতে তার বাবা কুলবীর সিংহ বলেন, ‘খুব সাহসী ছিল। দেশের জন্য ও প্রাণ দিয়েছে। আমার কোনো দুঃখ নেই।’

 

পাশাপাশি তিনি সরকারের কাছে আবেদন করেন যেসব জওয়ান জখম হচ্ছেন তাদের জন্য ভালো হসপাতালের যেন ব্যবস্থা করা হয়, যেখানে চিকিৎসার সব সুযোগ পাওয়া যাবে।

 

উল্লেখ্য, ওই হামলার জবাবে পাল্টা হামলা চালায় বিএসএফ। ভারতের আক্রমণে নিহত হয় সাত পাক সেনা।

 

গত মাসে উড়ি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার প্রেক্ষিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত। গুঁড়িয়ে দেয়া হয় জঙ্গিঘাঁটি, লঞ্চপ্যাড। ভারতীয় সেনার হাতে নিহত হয় বহু জঙ্গি। এরপর থেকেই পাক-ভারত সীমান্তে হামলার ঘটনা বেড়েই চলেছে। সূত্র: এনডিটিভি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com