শিরোনাম
পাক সীমান্তে লেজার ওয়াল বসাচ্ছে ভারত
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ২২:২৩
পাক সীমান্তে লেজার ওয়াল বসাচ্ছে ভারত
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনুপ্রবেশ বন্ধ করতে পাক সীমান্ত বরাবর লেজার ওয়াল বসাচ্ছে ভারত সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে পাক সীমান্ত পুরোপুরিভাবে লেজার ওয়াল দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রের খবর, ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত আরো সুরক্ষিত করতে লেজার টেকনোলজি আরো উন্নত করেছে। বর্তমানে সীমান্ত বরাবর কিছু জায়গায় ইনফ্রা রেড ও লেজার রশ্মি ব্যবহার করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে।


এ মুহূর্তে ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পাক সীমান্ত বরাবর এই লেজার পাঁচিল রয়েছে। এই প্রযুক্তি এতটাই উন্নত যে অনুপ্রবেশকারী একজন মানুষ নাকি কোনো জন্তু তাও জানা যাবে এই প্রযুক্তির সাহায্যে। দুই বছর অপেক্ষার পর অবশেষে চলতি বছরের গোড়ার দিকে ভারতের পশ্চিম সীমান্ত বরাবর ক্রোন লেজার ওয়াল স্থাপিত করা হয়েছে। কিন্তু গত মাসের শেষে সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্তে তৎপরতার সঙ্গে বাকি সীমান্তে কেভিআই১০১-এস প্রযুক্তি ব্যবহারে জোর দেয়া হয়েছে।


আরো কয়েক কিলোমিটার এলাকায় এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সীমান্তের বহু এলাকায় লেজার পাঁচিল তৈরি করা হয়েছে। পাক সীমানের দুশো মিটার ভেতরেও নজরদারি করার মতো প্রযুক্তি ভারতের হাতে রয়েছে। সীমান্তের বহু এলাকায় এই ধরনের ব্যবস্থা করা হয়েছে।


ভারত সরকারের লক্ষ্য ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যেই পুরো সীমান্ত লেজার ওয়াল দিয়ে ঘিরে ফেলা। লেজার ওয়ালের পাশাপাশি সীমান্তে নিয়মিত নজরদারি বাড়াতে বেলুন ও ইউএভিতে (আনম্যানড এরিয়াল ভেহিকল) উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা লাগানোর চিন্তাভাবনা নিয়েছে সরকার।


এ ব্যাপারে বিএসএফের সাবেক ইন্সপেক্টর জেনারেল রাকেশ শর্মা জানান মানুষ মাত্রই ভুল হয়। সে কথা মাথায় রেখেই সীমান্ত সুরক্ষিত রাখতে বিএসএফ’এর কাছে নতুন প্রযুক্তি প্রয়োজন। কারণ প্রতিপক্ষরা সবসময় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করবে। আমি সত্যিই অভিভূত যে এই প্রযুক্তি ভারতেই তৈরি হয়েছে।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com