শিরোনাম
৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেলেন মন্ত্রী
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১০:৫৪
৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেলেন মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

একটি-দুটি নয়, পুরো ৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন ভারতের রাষ্ট্র জনতা দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি লালু প্রসাদ যাদবের ছেলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এসব প্রস্তাব হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে।

 

জানা যায়, বিহারের উপ মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জনকল্যাণের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন তেজস্বী। রাজ্যবাসীকে খারাপ রাস্তার সমস্যার কথা হোয়াটসঅ্যাপে জানানোর আহ্বান জানিয়েছিলেন তিনি।

 

ওই নম্বরে তার কথামতো মেসেজও আসা শুরু করে। হোয়াটসঅ্যাপ নম্বরে মোট ৪৭ হাজার মেসেজ এসেছিল। যার মধ্যে ৪৪ হাজার বিয়ের প্রস্তাব বলে জানা গেছে। মাত্র তিন হাজার খারাপ রাস্তার সংক্রান্ত মেসেজ। বেশিরভাগ মেয়েরা মেসেজে নিজের নাম, ফিগার, উচ্চতা, গায়ের রঙ বিস্তারিত জানিয়েছে।

 

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ২৬ বছর বয়সী তেজস্বী জানান, ‘ভাগ্যিস আমার বিয়ে হয়নি। না হলে আমি বিপদে পড়তাম।’ পরিবারের পছন্দমতোই বিয়ে করবেন বলে জানান তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com