শিরোনাম
তিন তালাক বাতিলের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২২:৪৫
তিন তালাক বাতিলের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে মুসলিমদের বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে তিন তালাক প্রথা বাতিল করার যে প্রক্রিয়া চলছে, তার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ-সমাবেশ করেছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন।


শুক্রবার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম সৈয়দ মহম্মদ নুরুর রহমান বরকতির নেতৃত্বে লেনিন সরণীতে বিক্ষোভ করে কয়েকটি মুসলিম সংগঠন। এতে অংশ নেন তৃণমূলের তিন সংসদ সদস্য আহমেদ আসান ইমরান, সুলতান আহমেদ ও ইদ্রিস আলি।


সংসদ সদস্য সুলতান আহমেদ বলেন, নরেন্দ্র মোদির সরকার দেশের মুসলিমদের ওপর যে অভিন্ন দেওয়ানি বিধি আরোপ করার চেষ্টা করছে তার বিরোধিতা করা হবে। প্রতিটি রাষ্ট্রেই মুসলিমরা তাদের নিজেদের আইন মেনে চলে। কোনো রাজনৈতিক দলের অধিকার নেই তাতে হস্তক্ষেপ করার।


সমাবেশে তিনি বলেন, আপনারা তৈরি থাকুন, একটা বড় লড়াই শুরু হতে চলেছে।
সংসদ সদস্য ইদ্রিস আলি বলেন, কেউ যদি কোরানের সংশোধন চায়, কোরানের বিলুপ্তি চায়, তালাক প্রথাকে কেউ তুলে দিতে চায়, তবে তার বিরোধিতা হবেই।


সাহী ইমাম বরকতি অভিযোগ করে বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করে দেশে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন মোদি। মোদি সরকারের এই প্রচেষ্টার বিরুদ্ধে হিন্দু, খ্রিষ্টান, দলিতসহ সব সম্প্রদায়ের মানুষদের সামিল হওয়ারও আহ্বান জানান তিনি। পাশাপাশি কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে দেশজুড়ে সড়ক অবরোধেরও ডাক দেন তিনি।


তিন তালাক নিয়ে সম্প্রতি ভারত জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। স্বামী তিনবার তালাক বললেই বিবাহ বিচ্ছেদ। মুসলিম সম্প্রদায়ের প্রচলিত এই প্রথাটি তুলে দেয়া হবে কি না তা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি তিন তালাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। তার শুনানি চলছে। মোদি সরকার চায় তিন তালাক প্রথা তুলে দিতে। যদিও মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে তারা তিন তালাক প্রথা তুলে দেয়ার বিরুদ্ধে। তিন তালাক প্রথার পক্ষে দেশ জুড়ে প্রচার শুরু করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com