শিরোনাম
ভারতে কন্টেইনার থেকে বাংলাদেশী যুবক উদ্ধার
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ২৩:২১
ভারতে কন্টেইনার থেকে বাংলাদেশী যুবক উদ্ধার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম বন্দরে একটি খালি কন্টেইনারের ভেতর থেকে এক বাংলাদেশী যুবককে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। ওই খালি কন্টেইনারটি দিন দশ-বারো দিন আগে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা হয়েছিল।


পুলিশ জানিয়েছে, ওই যুবক তাদের জানিয়েছে, তার নাম মুহম্মদ রুহন হুসেন। তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে। বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। এই কদিন পানি আর খাবার না পেয়ে খুবই দুর্বল অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয় বুধবার। বর্তমানে তিনি কিং জর্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।


বিশাখাপত্তমের বন্দরটি যে থানার অন্তর্গত, সেই একনম্বর টাউন থানার অফিসার ইন চার্জ বি ভেঙ্কট রাও জানিয়েছেন, কাল যখন উদ্ধার করা হয়, তখন সে খুবই কাহিল ছিল, তাই কথাই বলতে পারেনি। তার গায়ে তেমন কোনো পোশাকও ছিল না। যে অবস্থায় কন্টেইনারের ভেতরে এতদিন ছিল সে, তারপরেও যে জীবিত আছে, এটাই বিস্ময়কর।


পুলিশের কাছে ওই যুবক জানিয়েছেন তিনি চট্টগ্রাম শহরে ভিক্ষা করতেন। রাস্তার ধারে একটি খালি কন্টেইনার দেখে তার ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন। তারপর আর কিছু মনে নেই।


ভেঙ্কট রাও জানান, জাহাজে করে ওই খালি কন্টেইনারটি বিশাখাপত্তম বন্দরে পৌঁছয় ৪-৫ দিন আগে। সেটিকে ইয়ার্ডে রাখা হয়েছিল।


গতকাল কন্টেইনারের ভেতর থেকে মানুষের আওয়াজ পাওয়া যায়। ভেতর থেকে ওই যুবক কন্টেইনারের গায়ে আওয়াজও করছিলেন। সেই আওয়াজ নিরাপত্তারক্ষীদের কানে যায়। তারপরেই কন্টেইনার খুলে ওই যুবককে উদ্ধার করা হয়।


শুক্রবার তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়। সূত্র : বিবিসি


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com