শিরোনাম
সিঙ্গুরের জমিতে ফসলের বীজ ছড়ালেন মমতা
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ২০:৫২
সিঙ্গুরের জমিতে ফসলের বীজ ছড়ালেন মমতা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দশ বছর পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের গোপালনগর এলাকায় পা রেখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজের হাতে ২৩ জন কৃষককে জমি ফিরিয়ে দেন। এদিন নিজেই জমিতে নেমে সরিষা বীজ ছড়ান মুখ্যমন্ত্রী। কৃষকদের হাতে তুলে দেন সরষের বীজ।


১০ বছর আগে সিঙ্গুরে জমি অধিগ্রহণ ঘিরে আন্দোলন গড়ে তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে প্রকল্প তৈরির পর থেকে ভিতরে ঢোকেননি মমতা। এদিন প্রথম সেই জমিতে পা রাখলেন তিনি।


বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিঙ্গুরে পৌঁছান মমতা। যে গোপালনগরের ঘোষপাড়া থেকে জমি অধিগ্রহণ শুরু করেছিল তৎকালীন বাম সরকার এদিন সেই গোপালনগরের ঘোষপাড়ায় দাঁড়িয়েই সিঙ্গুরের জমিদাতাদের জমির দখল ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেন মমতা।


গোপলনগর মৌজায় তৈরি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে ইচ্ছুক-অনিচ্ছুক সব কৃষকদের জমি ফিরিয়ে দেয়া হবে।


এদিন ভূমি সংস্কার আইনানুযায়ী বর্গাদার-ক্ষেতমজুররাও তাদের অংশ পাবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।


তিনি বলেন, ৯৯৭ একরের মধ্যে ৬৫ একরে কাজ চলছে। এই ৬৫ একরের মধ্যে ৩৬ একরে রয়েছে কংক্রিটের নির্মাণ। সেই বাদে বাকি সব জমি ফিরিয়ে দেয়া হচ্ছে। মোট ৯৩২ একর জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয়া হচ্ছে।


মুখ্যমন্ত্রী আরো বলেন, মাটিকে ঘিরেই বাঁচার স্বপ্ন ছিল সিঙ্গুরের সেই স্বপ্নই বাস্তবায়িত হল আজ। সিঙ্গুর আন্দোলন আমাদের শিখিয়েছে যে লড়াইয়ের ময়দান ছেড়ে কখনও পালিয়ে যেতে নেই।


তিনি বলেন, তার সরকার নির্দিষ্ট নীতি মেনেই চলবে। গায়ের জোরে কারও জমি কেড়ে নেওয়া হবে না। তবে পশ্চিমবঙ্গে শিল্প গড়তেও পিছুপা হবে না তার সরকার। সবদিক বজায় রেখেই সরকার উন্নয়নের পথে এগিয়ে যাবে। টিম ওয়ার্ক না হলে কিছু হয়না।


মমতা এদিন ঘোষণা দেন, সিঙ্গুরে মনুমেন্ট তৈরি হবে। এবারে সিঙ্গরে চাষীদের স্বার্থে সবুজ বাঁচাও, সবুজের মাঝে চাষীদের মুখে হাসি পাঠাও অভিযান চলবে বলেও জানান তিনি।


সিঙ্গুরে অধিগৃহীত জমির প্রায় ৮০ শতাংশই চাষযোগ্য করে তোলা হয়েছে। তবে কংক্রিটের জঙ্গলে ঢাকা ৩৬ একর জমিই এখন রাজ্যের কাছে মূল চ্যালেঞ্জ। ওই জমিতে মাটির নিচে কংক্রিট ভাঙার জন্য নকশা পরীক্ষার কাজ চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ১০ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জমি ফেরতের কাজ শেষের ব্যাপারে আশাবাদী রাজ্য।


উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বাম জমানায় সিঙ্গুরের জমি ন্যানো মোটর গাড়ির কারখানা গড়ার জন্য টাটাদের হাতে তুলে দেয় ততকালীন বাম পরিচালিত পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। চাষীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ওই জমি টাটাদের হাতে বাম সরকার তুলে দিয়েছে বলে আন্দোলনে নামে তৎকালীন পশ্চিমবঙ্গের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর টানা আন্দোলন। সিঙ্গুর ইস্যুতে তোলপাড় হয় গোটা রাজ্য। অনেকের মতে, এর ফলেই নির্বাচনে হেরে যায় বামরা। এরপর পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হন মমতা বন্দ্যোপাধ্যায়।


বিবার্তা/ডিডি/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com