শিরোনাম
বাংলাদেশের স্বাধীনতা দিবসে মোদির শুভেচ্ছা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১৫:৫১
বাংলাদেশের স্বাধীনতা দিবসে মোদির শুভেচ্ছা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রেডিওতে ‘মন কি বাত’র ৩০তম অডিশনে তিনি এ শুভেচ্ছা জানান।

 

মোদি বলেন, ‘আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে আমি বাংলাদেশের সমস্ত ভাই ও বোনদের শুভেচ্ছা জানাতে চাই। আমি চাই প্রতিবেশী এই দেশটির আরো উন্নয়ন ও সমৃদ্ধি হোক। আজ আমি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, ভারত একজন শক্তিশালী বন্ধু হিসেবে সবসময় তাদের পাশে দাঁড়াবে। এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে আমরা দুই দেশই একসঙ্গে কাজ করব এবং একে আরো উন্নতর করার ক্ষেত্রে সাহায্য করব।’

   

বিশ্বকবির প্রসঙ্গ তুলে মোদি বলেন, ভারত গর্বিত যে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আমরা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করছি, যিনি দুই দেশেরই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন।’ 

 

আগামী মাসেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সফর বলে উল্লেখ করা হচ্ছে।

 

বিবার্তা/ডিডি/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com