শিরোনাম
গণধর্ষণের শিকার নারীর পাশে বসে সেলফি, অতঃপর…
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৩:২১
গণধর্ষণের শিকার নারীর পাশে বসে সেলফি, অতঃপর…
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের লাখনৌ হাসপাতালের ট্রমা সেন্টারে গণধর্ষণ ও অ্যাসিড হামলার শিকার এক নারীর বেডের পাশে বসে সেলফি তুলে বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের দুই নারী পুলিশ কনস্টেবল। দুজনকেই এই ‘অসংবেদনশীল’ আচরণের জন্য সাসপেন্ড করা হয়।

 

ছবিটিতে দেখা যায়, কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে তিন নারী কনস্টেবল নির্যাতিতার বিছানার কাছে বসেই সেলফি তুলছেন।

 

 

লাখনৌ জোনের আইজি সতীশ গণেশ জানান, তিন কনস্টেবলের আচরণ অত্যন্ত ‘অসংবেদনশীল’ এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে। তাদের মধ্যে রজনী বালা সিং এবং ডেইজি সিং নামে দুই কনস্টেবলকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তৃতীয় জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

 

উল্লেখ্য, ৪৫ বছর বয়সী ওই নারীকে ট্রেনের মধ্যে একদল দুষ্কৃতি অ্যাসিড খেতে বাধ্য করে। এর আগে ওই দুষ্কৃতীদলই তাকে গণধর্ষণ করে বলে জানা যায়।  

 

বিবার্তা/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com