শিরোনাম
ভারতে গরুর মাংস পরিবেশন করায় আটক ২
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ০৬:১৪
ভারতে গরুর মাংস পরিবেশন করায় আটক ২
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে ফের গরুর মাংস নিয়ে বিতর্ক উঠেছে। এবার কেন্দ্রস্থল রাজস্থানের জয়পুর। ভারতের গোলাপি শহর বলে খ্যাত জয়পুরের এক হোটেলে গরুর মাংস রান্না করার অভিযোগ ওঠায় বন্ধ করে দেয়া হল হোটেলটি। আটক করা হয়েছে হোটেলের মালিকসহ দুই জনকে।


পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থানের জয়পুরের সিন্ধি ক্যাম্প এলাকায় অবস্থিত ‘হোটেল হায়াত রাব্বানি’ নামে ওই হোটেলটির বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রকাশ্যে সেখানে গরুর মাংস পরিবেশন করা হচ্ছে। এরপরই স্থানীয় থানায় অভিযোগ জানায় ‘গো-রক্ষা’ কমিটির নেত্রী কমলা দিদি। অভিযোগের ভিত্তিতেই রবিবার হোটেলের মালিক নাঈম রাব্বানি এবং এক কর্মচারীকে আটক করে রাজস্থান পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা করা হয়েছে।


অভিযোগ ওঠার পরই জয়পুর পৌরসভার পক্ষে হোটেলটিকে খালি করে তাতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। হোটেলটির কয়েকজন কর্মীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।


জয়পুর পৌরসভার ডেপুটি মেয়র মনোজ ভরদ্বাজ জানান, হোটেল কর্তৃপক্ষ সেটি চালানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে না পরায় সেটিকে বন্ধ করা হয়েছে।


জয়পুরের ডেপুটি কমিশনার (পশ্চিম) অশোক কুমার গুপ্তা জানান, ‘হোটেল হায়াত রাব্বানিতে গরুর মাংস রান্না ও তা পরিবেশন করা হচ্ছে বলে কিছু মানুষ গুজব ছড়িয়েছে। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন এবং আসল ঘটনা হল স্থানীয় বাসিন্দারা ওই হোটেলের আমিষ পদের রান্না পছন্দ করছেন না, সেখানে গোমাংস রান্না হচ্ছে বলে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে’।


বিবার্তা/ডিডি/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com