শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত তৃণমূল সাংসদ অভিষেক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১০:০৩
সড়ক দুর্ঘটনায় আহত তৃণমূল সাংসদ অভিষেক
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য অভিষেক বন্দোপাধ্যায়। মঙ্গরবার বিকালে বহরমপুর থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরে সড়ক দুর্ঘটনায় পড়ে অভিষেকের গাড়ি।

 

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর জাতীয় সড়কের ওপর হিমাদ্রি কেমিকেলসের কাছে খারাপ হয়ে যাওয়া একটি দুধের ট্রাককে পাশ কাটাতে গিয়েই তার সঙ্গে ধাক্কা লাগে অভিষেকের গাড়ির। এরপরই তার গাড়িটি উল্টে যায়। ওই গাড়িতে অভিষেক ছাড়াও ছিলেন তার ব্যক্তিগত সচিব ও গাড়ির চালক। অভিষেকের গাড়ির পেছনেই ছিল তার নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি। তারাই অভিষেককে উল্টে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করে।

 

হাসপাতাল সূত্রমতে, তার মাথা, ঘাঁড়, পা ও চোখের নিচে চোট লেগেছে। আঘাতের খবর জানতে এমআরআই ও সিটিস্ক্যান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তৃণমূল সাংসদের চিকিৎসকার জন্য একটি বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে। তাদের নেতৃত্বেই সর্বক্ষণের নজরদারিতে চলেছে অভিষেকের চিকিৎসা।  

 

অভিষেকের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সন্ধ্যায়ই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ও বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়সহ মন্ত্রীরা একে একে হাসপাতালে ছুটে যান। অভিষেককে দেখতে মমতা বন্দোপাধ্যায়ও বেলভিউয়ে যাবেন বলে জানা গেছে।  

 

দিল্লি থেকে অভিষেকের স্বাস্থ্যের খোঁজ নেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অভিষেকের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের সঙ্গেও কথা বলেন তিনি।  

 

সড়ক দুর্ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আইপিএস কর্মকর্তা আকাশ মাঘারিয়ার নেতৃত্বে তদন্তে রওনা দিচ্ছে সিআইডি’র গোয়েন্দারা।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com