শিরোনাম
চীনা পণ্য বয়কটের ডাক রামদেবের
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১০:০৮
চীনা পণ্য বয়কটের ডাক রামদেবের
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতবাসীকে সব ধরনের চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছেন দেশটির বিশিষ্ট যোগাগুরু বাবা রামদেব। তার অভিমত, চীনা পণ্য বয়কট করলে তবেই চীনকে উপযুক্ত শিক্ষা দেয়া যাবে।

 

সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে চীনকে আক্রমণ করে রামদেব বলেন, ‘দেশবাসীর উচিত সমস্ত চীনা পণ্য বয়কট করা। চীন যা করছে, তা ভারতের একতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক।  তাদেরকে (চীন) উপযুক্ত শিক্ষা দিতে গেলে চীনা পণ্যসামগ্রী অবশ্যই বয়কট করা উচিত।’  

 

পরমাণু সরবরাহকারী দলে (নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপ বা এনএসজি) ভারতের অন্তর্ভুক্তি হওয়ার ক্ষেত্রে চীনের বিরোধীতা থেকে শুরু করে জাতিসংঘে পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী তকমা দেয়ার ক্ষেত্রে আপত্তি- প্রতিটি ক্ষেত্রেই বাধা দিয়েছে ড্রাগনের দেশ চীন।

 

সম্প্রতি ব্রহ্মপুত্রের একটি শাখার পানি ভারতে ঢোকা বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই ভারতজুড়ে দাবি উঠছে চীনকে উপযুক্ত শিক্ষা দিতে ভারতীয় বাজারে তাদের তৈরি পণ্য বয়কট করা হোক।

 

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্প্রতি ফতোয়া জারি করে জানায়, জাতীয় স্বার্থে আমরা এখন থেকে চীনা পণ্য ব্যবহার করব না। চীনা পণ্য বয়কটের আর্জি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে।  

 

উল্লেখ্য, প্রতি বছর ভারত এবং চীনের মধ্যে কয়েক লাখ-কোটি রুপির ব্যবসায়িক লেনদেন চলে। খেলনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস চীনে তৈরি প্রতিটি পণ্যই ভারতের বাজারে ছেয়ে গিয়েছে। শুধু দীপাবলিতেই আলো এবং বাজিতে কয়েক কোটি রুপির ব্যবসা করে চীন। এই পরিস্থিতিতে চীনা জিনিস বয়কট করা হলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে চীনের ব্যবসায়ীদের।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com