শিরোনাম
রাজ্য মেডিক্যাল জয়েন্টের ফল প্রকাশ
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ১৬:০৩
রাজ্য মেডিক্যাল জয়েন্টের ফল প্রকাশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
আইনি জটিলতা কাটিয়ে অবশেষে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছরের ২০ জুলাই মেডিক্যাল জয়েন্টের পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ১২ হাজার ১৮৩ জনের মেধাতালিকা প্রকাশ করেছে বোর্ড। মেধাতালিকা তৈরির জন্যে স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসরণ করা হয়েছে। ১০ জন মেধাতালিকার মধ্যে ৪ জন আইএসই বোর্ড, ৪ জন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবং দুজন সিবিএসই’র ছাত্রছাত্রী। ১০জনের মেধাতালিকার মধ্যে একজন মহিলা।


জয়েন্টে প্রথম সল্টলেকের চন্দ্রচুড় মন্ডল। দ্বিতীয় অনুরুপ মুখোপাধ্যায়, তৃতীয় সপ্তর্ষী ঘোষ, জয়েন্টে চতুর্থ দৈপ্যায়ন চট্টোপাধ্যায়, পশ্চম সৌম্যদ্বিপ রায়। ষষ্ট হয়েছেন অনির্বান দে, সপ্তম তিয়াশা পাল, অষ্ঠম সর্ণাভ নন্দি। নবম সৈকত শ এবং দশম স্থানে রয়েছেন অরিক ভট্টাচার্জ। কাউন্সিলিংয়ের সমস্থ তথ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।


যেভাবে জানবেন ফলাফল

এবছরের মেডিক্যাল জয়েন্টের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫ হাজার ৮৮৮ জন। মোট ১৫১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে ফল প্রকাশ করে৷ পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেই ফলাফল জানতে পারবেন৷ যে ওয়েবসাইটে ফল জানা যাবে সেগুলি হলো – www.exametc.com, www.examresults.net, www.indiaresults.com, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net৷


এছাড়াও, পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর ও মোবাইল নম্বর www.exametc.com আগাম নথিভুক্ত করে রাখলে বিনামূলে এসএমএস-র মাধ্যমে ফল জানতে পারবে৷ WBJEE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে যে কোনও মোবাইল সংস্থার ফোন থেকে ৫৪২৪২ ,৫৬২৬৩ এবং ৫৬৭৬৭৫০ এই সব নম্বরে এসএমএস পাঠালেও ফল জানতে পারবে৷ www.wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা৷


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com