শিরোনাম
ভারতের পাশে দাঁড়ানোয় হাসিনাকে ধন্যবাদ মোদির
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২০:১১
ভারতের পাশে দাঁড়ানোয়  হাসিনাকে ধন্যবাদ মোদির
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের জম্মু-কাশ্মীরে উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গোয়ায় ব্রিকস সম্মেলনের ফাঁকে হাসিনার সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠকের একদিন পর সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সাংবাদিকদের এ কথা জানান।


তিনি বলেন, উরিতে জঙ্গি হামলার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ভারতের সঙ্গে একাত্মতা প্রদর্শন করেছেন, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন মোদি পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাসিনা কিভাবে লড়াইয়ে সফলতা পেয়েছেন-দুই নেতার মধ্যে সংলাপে সেই বিষয়টিও জানতে চান মোদি।


দুই রাষ্ট্রনেতার এই বৈঠকে এই অঞ্চলের মধ্যে সিমলেস ক্রসবর্ডার ট্রাভেলিং-এর ওপরেও জোর দেন মোদি।


হাসিনাকে মোদি বলেন, বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) ভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে মোটর ভেহিকল চুক্তি অনুযায়ী সীমান্ত পেরিয়ে যেভাবে যান চলাচল শুরু হয়েছে ঠিক সেভাবেই আমি চাই যে কোনো রকম প্রোটোকল ছাড়াই আমাদের এই অঞ্চলের মানুষরা যাতে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে ভ্রমণ করতে পারেন তার ব্যবস্থা করা।


অতীতে হাসিনা ও মোদির মধ্যে যে কয়টি ভিডিও কনফারেন্স হয়েছে তারও প্রশংসা করেন মোদি। মোদির বক্তব্য উদ্ধৃত করে বিকাশ স্বরূপ জানান, দুই দেশের মধ্যে ভিডিও কনফারেন্স খুবই প্রশংসিত হয়েছে, এর মধ্যে দিয়ে আমরা একাধিক প্রকল্পের উদ্বোধন করেছি। চলতি বছরের জুলাইয়ে দুই দেশের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল সুসংহত চেক পোস্টের উদ্বোধন হয়।


প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর উরিতে হামলা চালানোর অভিযোগ ওঠে পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে। হামলায় নিহত হয় ১৯ জন জওয়ান। ওই ঘটনার পরই উরি হামলার নিন্দা করার পাশাপাশি এই কঠিন সময়ে ভারতের পাশে থাকার বার্তা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উরির হামলার প্রেক্ষিতেই বিমস্টেক (বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) ভুক্ত দেশগুলিকে (ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল) আমন্ত্রণ জানায় ভারত। গোয়ায় ব্রিকস সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরই বিমস্টেক সম্মেলন হয়।


বিবার্তা/ডিডি/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com