শিরোনাম
ভারতে ১৫০ পাকিস্তানী ‘চর’ কবুতর আটক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:৫০
ভারতে ১৫০ পাকিস্তানী ‘চর’ কবুতর আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের চর হিসেবে ব্যবহার করা হচ্ছিল, এমন সন্দেহে প্রায় ১৫০টি কবুতরকে আটক করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পুলিশ। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। জম্মুর বিক্রম চকে এই কবুতরগুলোর সঙ্গে তিন ব্যক্তিকে আটক করা হয়। গত ৫ অক্টোবর তাদের আটক করা হলেও রবিবার ভারতীয় একটি গণমাধ্যমে এ খবর জানানো হয়।



পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তিকে কলার বাক্সে ১৫০টি কবুতর নিয়ে যেতে দেখা যায়। তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বন্যপ্রাণী আইনে পাখিদের ওপর অত্যাচারের অভিযোগে মামলা হয়। এরপর একটি এনজিও’র হাতে পায়রাগুলোকে তুলে দেয়া হয়।




অবশ্য পরবর্তীতে কিছু সন্দেহজনক বিষয় নজরে আসায় জম্মুর ডেপুটি পুলিশ কমিশনারকে চিঠি দেয় এনজিও’র চেয়ারম্যান। তিনি জানান, কবুতরগুলোর পায়ের নখে এক ধরনের রিং আটকানো রয়েছে। এগুলো বিশেষ ধরনের ম্যাগনেটিক রিং। সেজন্যই কবুতরগুলোকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।



চর হিসেবে কবুতর পাঠানো কোনো নতুন বিষয় নয়। এর আগে, চলতি মাসের শুরুতে বামিয়াল সেক্টরের কাছে বিএসএফ একটি কবুতরকে আটক করে। কবুতরের পায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেয়া চিঠি বাঁধা ছিল।



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com