শিরোনাম
আবদুল কালামের জন্মদিনে প্রণব-মোদির শ্রদ্ধা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ২০:২৯
আবদুল কালামের জন্মদিনে প্রণব-মোদির শ্রদ্ধা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শনিবার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আবদুল কালামের ৮৫তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এদিন দেশটির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে কালামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রণব মুখোপাধ্যায়। পরে রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে জানানো হয় ‘রাষ্ট্রপতি ভবনের সব শীর্ষ কর্মকর্তা ও কর্মী এবং কালামের পরিবারের লোকেরা সাবেক রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান’।
অন্যদিকে ‘মিসাইল ম্যান’ বলে খ্যাত আবদুল কালামকে শ্রদ্ধা জানিয়ে মোদি ট্যুইট বার্তায় বলেন ‘সাবেক প্রেসিডেন্ট, যিনি প্রত্যেক ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন, তাঁর প্রতি শ্রদ্ধা’।


উল্লেখ্য ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাডুর রামেশ্বরমে জন্ম গ্রহণ করেন আবদুল কালাম। পড়াশোনা করেন পদার্থবিদ্যা ও এয়ারস্পেশ প্রকৌশল নিয়ে। ১৯৯২ সালের জুলাই থেকে ১৯৯৯ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক পরামর্শদাতা ছিলেন কালাম।


ওই সময় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) সচিব ছিলেন তিনি। ১৯৯৮ সালে পোখরানে পরমাণু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ভারতের ক্ষেপনাস্ত্র কর্মসূচির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘মিসাইল ম্যান’ বলেও ডাকা হয় তাকে।


ভারতের এই পরমাণু বিজ্ঞানী ২০০২ সালের ২৫ জুলাই দেশটির ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। এরপর শিক্ষা প্রসার, লেখালেখি, সমাজসেবায় নিজেকে জড়িয়ে ফেলেন কালাম। বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।


এছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পান তিনি। ২০১৫ সালের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এপিজে আবদুল কালাম।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com