শিরোনাম
উত্তরপ্রদেশে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৮
উত্তরপ্রদেশে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। রাজ্যের ১২টি জেলার ৬৯টি আসনে নির্ধারিত হতে চলেছে প্রার্থীদের ভাগ্য।

 

গতবার উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৯টি আসনের মধ্যে ৫৫টিই ছিল সমাজবাদী পার্টির দখলে। আজকের নির্বাচনে সমাজবাদী পার্টির পক্ষে লড়ছেন যাদব পরিবারের তিন হেভিওয়েট প্রার্থীরা। তারা হলেন মুলায়মের ভাই শিবপাল যাদব, পুত্রবধূ অপর্ণা যাদব, ভাইপো অনুরাগ যাদব।

 

সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নিজের এলাকা এটাওয়াহতেও নির্বাচন পর্ব চলছে। আজকের নির্বাচনী দফার ভোটার সংখ্যা দুই কোটি ৪২ লাখ। ৮২৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ। এদিকে বিজেপির তরফে সদ্য কংগ্রেস ছেড়ে আসা রীতা বহুগুণা যোশীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ আজ।

 

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের তৃতীয় দফায় প্রায় ১৭ শতাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট রয়েছে। নির্বাচন যা এই নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com