শিরোনাম
ভারতে পদদলিত হয়ে নিহত ১৯
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৬:৫৪
ভারতে পদদলিত হয়ে নিহত ১৯
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তর প্রদেশের বারণসীতে পদদলিত হয়ে মারা গেছেন ১৯ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।


শনিবার ধর্মীয় সভা চলাকালে বারানসী ও চন্দৌলির মাঝে রাজঘাট ব্রিজের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৪ নারী, বাকিরা পুরুষ।


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে জয় গুরুদেব-এর একটি সভা ছিল সেখানে। ওই সভায় যোগ দিতে গঙ্গা নদীর পাশে ধোমি গ্রামের উদ্যেশ্যে রওনা দিচ্ছিলেন কয়েক হাজার পুণ্যার্থী। এসময় গঙ্গার ওপরে একটি সেতু পার হতে গিয়ে হঠাৎই হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে।


চন্দৌলি জেলা কালেক্টর কুমার প্রশান্ত জানান, দুপুর দেড়টা নাদাগ রাজঘাট ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।


দুর্ঘটনার পরই সেখানে ছুটে যান প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বারানসীর আইজিপি এসকে ভগত জানান, ওই সভায় ৩ হাজার জনের প্রবেশের অনুমতি থাকলেও প্রায় ৭০ হাজার পুণ্যার্থী জড়ো হয়েছিলেন।


হতাহতদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিহতদের পরিবার পিছু ২ লাখ এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার রুপি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে তিনি জানান, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। বারানসীতে পদদলিত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবরকম সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com