শিরোনাম
১০ বাংলাদেশীকে হস্তান্তর করলো ভারত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ২১:৪৩
১০ বাংলাদেশীকে হস্তান্তর করলো ভারত
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশী ১০ নাগরিককে ফেরত দিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী অাসামের করিমগঞ্জ জেলার কালিবাড়ী ঘাট বন্দর দিয়ে দুই শিশুসহ ১০ বাংলাদেশীকে একটি মোটর বোটে করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।


প্রত্যর্পণের সময় সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় বিএসএফ। বাংলাদেশীদের নিজেদের দেশে প্রত্যর্পণের বিষয়টি তদারকি করেন অাসামের করিমগঞ্জ জেলার পুলিশ সুপার।


বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে আসা এই বাংলাদেশীদের আটক করে বিএসএফ। এরপর দীর্ঘদিন ধরে অাসামের শিলচর কারাগারে বন্দি ছিলেন তারা।


কাছার জেলার পুলিশ সুপার রাজবীর সিং জানান যে ১০ বাংলাদেশীকে ফিরিয়ে দেয়া হয়েছে, তাদের মধ্যে ৯ জন করিমগঞ্জ এবং একজন শিলচর থেকে আটক হয়েছিল।


কাছার জেলার ডেপুটি কমিশনার এস বিশ্বনাথন জানান এই ১০ বাংলাদেশীকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার বিষয়ে কয়েকদিন আগেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com