শিরোনাম
কলকাতায় তাজিয়া মিছিল
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৫:৫১
কলকাতায় তাজিয়া মিছিল
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের সর্বত্র পালিত হচ্ছে মহরম। বুধবার শহরের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মুসলিমরা ইরাকের কারবালার ময়দানে শহীদ হজরত হুসাইনের (রা.) পরিবারবর্গ ও সঙ্গীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।


মহররম উপলক্ষে এদিন সকাল থেকে কলকাতা শহরের বি.বি. গাঙ্গুলী স্ট্রিট, কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, খিদিরপুর, প্রিন্স আনোয়ার শাহ রোডসহ বিভিন্ন এলাকায় তাজিয়া, দুলদুল বের হয়। প্রতিটি মিছিলই ছিল দেখার মতো।


এছাড়া চলে কোরানপাঠ, বিশেষ নমাজ আদায় ও ধর্মীয় আলোচনা। কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও মহররমের শোকমিছিল বের হয়।


দেহ-মনকে সংযম ও পবিত্র রেখে আল্লাহর আরাধনা কোরানপাঠ, দান, রোজা পালনের মধ্যে নিহিত রয়েছে পবিত্র মহররমের মাহাত্ম্য। কারণ এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্রত হুসাইন (রা.) পরিবারবর্গ ও সঙ্গীদের নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। কারবালার করুণ কাহিনী ছাড়াও ইসলামি নববর্ষের প্রথম মাস নানা কারণেই ঋদ্ধ।


এই পবিত্র মাসেই হজরত আদম (আ.) পৃথিবীতে আগমন করেছিলেন। আবার ফেরাউনের হাত থেকে রক্ষা পেতে হজরত মুসা (আ.) নীলনদ পার হয়েছিলেন মহররম মাসেই।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com