
ভারতে করোনাভাইরাস শনাক্তের হার ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৬৪ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮।
আক্রান্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। ১৭ শতাংশ থেকে বেড়ে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষাও হয়েছে গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম।
আক্রান্তের সঙ্গে সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ভারতে প্রাণ গেছে ৪৩৯ জনের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ হাজার ৮৪৮ জনের।
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করার পর থেকেই ভারতে বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। কিন্তু ভারতজুড়ে কোভিড আছড়ে পড়তেই তা বেড়েছে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগী রয়েছে ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]