শিরোনাম
পাম্পোরে তিনদিনেও গোলাগুলি, নিহত ১
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১২:২৫
পাম্পোরে তিনদিনেও গোলাগুলি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাম্পোরের একটি সরকারি ভবনে লুকিয়ে থাকা জঙ্গিদের সাথে সেনাবাহিনীর গোলাগুলি টানা তিনদিনেও চলছে। সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত এক জঙ্গি নিহত হয়েছে। সেখানে এখনো দুই-তিন জঙ্গি লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করছে এক পুলিশ কর্মকর্তা।


এদিকে, জঙ্গিদের খতম করতে সাততলা ইডিআই ভবন লক্ষ্য করে প্রায় ৫০টি রকেট, মেশিনগান ও বিস্ফোরক ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী। ক্রমাগত সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিংয়ের বেশিরভাগ অংশই। ইতোমধ্যে ওই বহুতলের তিনটি তলা পুরোপুরি ভস্মীভূত।


শ্রীনগর থেকে ১২ কিলোমিটার দূরে পাম্পোরে এই সরকারি ভবনটি ঝিলম নদীর তীরে। এতে ৭০টি ঘর রয়েছে। গত সোমবার এই হামলায় এক সেনা জওয়ান আহত হন। এরপরই ৯ প্যারা ইউনিটকে ব্যবহার করা হচ্ছে এই অপারেশনের জন্য। এই ইউনিটই সার্জিক্যাল স্ট্রাইকের জন্য অভিযানে অংশ নিয়েছিল।


এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ইন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ৪৮ ঘণ্টার ওই লড়াইয়ে নিহত হন তিন জওয়ান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com