শিরোনাম
বাংলাদেশের বীরত্ব আমাদের অনুপ্রাণিত করে: মমতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৬
বাংলাদেশের বীরত্ব আমাদের অনুপ্রাণিত করে: মমতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তিনি এ টুইট করেন।


বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সবার মনে আছে, ১৯৭১ সালে কি সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা অভিবাদন জানাই। এছাড়া এই কৃতিত্বে আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রাণিত করে।


এদিকে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com