শিরোনাম
বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু-চেন্নাই
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১৩:২৬
বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু-চেন্নাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বন্যা ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। গত পরশু থেকে রাতভর বৃষ্টিতে রাজধানী চেন্নাইয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শহরতলীর বেশ কিছু এলাকা ইতিমধ্যেই পানির নিচে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আজ প্লাবিত এলাকা পরিদর্শন করেন দেশটির মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।


পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকাল ও পরশু চেন্নাইয়ের সব স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


পরিস্থিতি আগামীকাল যে আরও ঘোরালো হতে পারে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দফতর। তারা জানিয়েছে, আগামীকাল রাজ্যে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তামিলনাড়ুতে গত কাল শুরু হওয়া বৃষ্টি আজ বেলা পর্যন্ত চলেছে। গত ছয় বছরে এত বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বেলা সাড়ে ৮টা পর্যন্ত শুধু চেন্নাইয়েই ২১ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার জেরে নিচু এলাকাগুলো জলমগ্ন। শহরের প্রধান রাস্তাগুলি পুরোপুরি জলের নিচে।


রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোর অর্ধেক পানিতে ডুবে গিয়েছে। অতি প্রয়োজনে রাস্তায় যাঁরা বেরিয়েছেন, কোমর পানি ঠেলে তাদের যাতায়াত করতে হয়েছে। শহরের নিচু এলাকাগুলো থেকে বাসিন্দাদের ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com