শিরোনাম
কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ জঙ্গি নিহত
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৫:৩২
কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার শীর্ষ জঙ্গি নিহত
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার আবু মুসা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে এক পুলিশ সদস্য।

 

বৃহস্পতিবার সকালে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার হাজিন এলাকায় ওই জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গির খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। বিষয়টি টের পেয়ে মুসা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয় লস্কর-ই-তৈয়বার ওই শীর্ষ জঙ্গি।

 

বন্দুকযুদ্ধে রাজ্য পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছে। চিকিৎসার জন্য তাকে শ্রীনগর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবু মুসা লস্কর-ই-তৈয়বার প্রধান ও ২৬/১১ মুম্বাই হামলার মূলচক্রী জাকি-উর-রহমান লকভি’র ভাতিজা। উত্তর কাশ্মীরে এই জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক বিস্তারের দায়িত্ব দেয়া হয়েছিল মুসার ওপর। তার কাছ থেকে একে-৪৭ রাইফেলসহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

সূত্রমতে, এলইটি’র শীর্ষ জঙ্গির নিহত হওয়ার খবর নিঃসন্দেহে বড় সাফল্য বলেই মনে করছে সেনাবাহিনী। মুসার আর কোনো সঙ্গী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে কি না, সে বিষয়ে জোর তল্লাশি শুরু করেছে তারা।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com