শিরোনাম
ছেঁড়া জামা সেলাইয়ের জন্য ১০০ টাকা পেলেন রাহুল
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫৯
ছেঁড়া জামা সেলাইয়ের জন্য ১০০ টাকা পেলেন রাহুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিরোধী দল কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর পাঞ্জাবির ছেঁড়া পকেট সেলাইয়ের জন্য তাকে চিঠি লিখেছেন মুকেশ কুমার মিত্তল নামে এক ব্যক্তি। শুধু তাই নয়, সেলাইয়ের মজুরি হিসেবে ১০০ টাকার ডিমান্ড ড্রাফটও চিঠির সঙ্গে পাঠিয়েছেন তিনি।

 

কয়েকদিন আগে উত্তরাখণ্ডের হৃষিকেশে কংগ্রেসের জনসভায় রাহুল গান্ধী নিজের পাঞ্জাবির ছেঁড়া পকেট দেখিয়ে মোদির লাখ টাকার জামা-কাপড়ের সমালোচনা করেন। রাহুলের এই বক্তব্য শুধু সংবাদমাধ্যমেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার ঝড় তোলে। শুরু হয় ট্রোল।

 

সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মুকেশ কুমার মিত্তলের এই ডিমান্ড ড্রাফট ও চিঠি।

 

চিঠিতে তিনি লেখেন, ‘শ্রীমানজি, দুই-তিন দিন আগে নিউজ চ্যানেল ও সংবাদর পত্রে আমি এবং গোটা দেশ আপনার পাঞ্জাবির ছেঁড়া পকেট দেখেছি। হৃষিকেশের জনসভায় আপনি তা সবাইকে দেখিয়ে আপনার সরল জীবনযাপনের কথা বলেছিলেন। আপনার সরলতা দেখে আমি গর্ববোধ করছি। কিন্তু একইসঙ্গে আপনার ছেঁড়া পাঞ্জাবি দেখে খুব দুঃখ পেয়েছি। তাই আমি আপনাকে ১০০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠাচ্ছি। আমার এই ছোট উপহার আপনি স্বীকার করলে আমার খুব ভালো লাগবে।’

 

মুকেশ কুমার মিত্তল আরো জানান, ‘রাহুল গান্ধীর বাবা এবং ঠাকুরমা (দাদী) দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি নিজেও একজন জাতীয় পার্টির সহ-সভাপতির মতো সম্মানীয় পদে আছেন। তবুও তিনি ছেঁড়া জামা পরতে বা গোটা দেশকে দেখাতে লজ্জিত হন না। সে জন্যই তিনি ১০০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠিয়েছেন।’  

 

মুকেশের এই চিঠি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গাজিয়াবাদের বাসিন্দা মুকেশ একজন বেসরকারি চাকরিজীবী। সূত্র: ইন্ডিয়া ডটকম

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com