শিরোনাম
পশ্চিমবঙ্গে পদদলিত হয়ে ৬ পুণ্যার্থীর মৃত্যু
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:৩৫
পশ্চিমবঙ্গে পদদলিত হয়ে ৬ পুণ্যার্থীর মৃত্যু
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কচুবেড়িয়ায় গঙ্গাসাগর মেলায় পদদলিত হয়ে ৬ পুণ্যার্থী নিহত হয়েছেন। এসময় আরো অনেকেই আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ১২৫ কিলোমিটার দূরে গঙ্গাসাগর আইল্যান্ডের কচুবেড়িয়ার ৫ নম্বর ঘাটে ভেসেলে উঠতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। তাড়াহুড়ো করে ওই ভেসেলটিতে উঠতে গিয়ে পদদলিত হয়ে ওই ৬ জন মারা যায়। নিহতদের মধ্যে একজন পুরুষ বাকীরা নারী। তারা সকলেই গঙ্গাসাগর মেলা থেকে কলকাতা ফিরছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার পরই উদ্ধার কাজে অংশ নেয় দুযোর্গ মোকাবিল দফতর, সেনা বাহিনী, কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্যরা।


নিহতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান, মেলার পর এদিন সন্ধ্যায় শেষ ভেসেলটিতে উঠতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।


নিহতের পরিবার প্রতি ৫ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।


প্রতি বছরই মকর সংক্রান্তির দিনের কয়েক লাখ পুণ্যার্থী জড়ো হন এই গঙ্গাসাগর মেলায়। পুণ্য লাভের উদ্যেশ্যেই গতকাল এই গঙ্গাসাগরে স্নান করেন প্রায় ১৬ লাখ পুণ্যার্থী, এরপর কপিল মুনির আশ্রমে পূজা দেন তারা।


এর আগে ২০১০ সালে এই গঙ্গাসাগর মেলায় এক দুর্ঘটনায় সাত পুণ্যার্থীর মৃত্যু হয়, আহত হয় ৯ জন।


বিবার্তা/ডিডি/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com