শিরোনাম
‘কাশ্মীরে ঢুকেছে ২৫০ জঙ্গি, হামলার শঙ্কা’
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১১:২২
‘কাশ্মীরে ঢুকেছে ২৫০ জঙ্গি, হামলার শঙ্কা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে পড়েছে পাকিস্তানের তিনটি জঙ্গিগোষ্ঠীর মোট ২৫০ জন জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে মরিয়া জঙ্গিরা। এমনটিই জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।


ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্রমতে, এই বিপুল সংখ্যক জঙ্গি লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের সদস্য। সার্জিক্যাল স্ট্রাইকের আগেই তারা ভারতে প্রবেশ করেছে এবং হামলার জন্য তৈরি হচ্ছে।


কেন্দ্র সরকার জম্মু কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের লাইন অব কন্ট্রোল (এলওসি)ও সীমান্তে আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। কোনোরকম নাশকতা এড়ানোর জন্য সব রকমের ব্যবস্থা ও পদক্ষেপ নিতে বলা হয়েছে। যদিও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে তবুও বেশ কয়েকটি জায়গায় ভৌগলিক কারণে ফাঁক রয়ে যাচ্ছে। সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ ও জম্মু কাশ্মীরের পুলিশ জঙ্গিদের খোঁজে জোড়কদমে তল্লাশি অভিযান চালাচ্ছে।


গত এক মাসে ৪০ জন জঙ্গি যারা সীমান্ত পেরিয়ে সেনা ছাউনিতে হামলার চেষ্টা করছিল তাদের হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com