শিরোনাম
এবার আমাজনে ‘গান্ধী জুতা’
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:০১
এবার আমাজনে ‘গান্ধী জুতা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের জাতীয় পতাকা আঁকা পাপোস ও জুতা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। তারই মধ্যে গান্ধীর ছবি আঁকা জুতা বাজারে এনেছে ই-কমার্স কোম্পানি আমাজন। ‘গান্ধী ফ্লিপ ফ্লপ’ নামে বিক্রি হচ্ছে সেই স্লিপার। দাম ১৬ দশমিক ৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৩শ’ ৬০ টাকা।  

 

কয়েকদিন আগে আমাজনের কানাডা পোর্টাল থেকে সরানো হয়েছে ভারতের জাতীয় পতাকা আঁকা পাপোস। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি সংস্থাটিকে নির্দেশ দেন, যাতে ওই প্রোডাক্টের বিক্রি বন্ধ করে দেয়া হয়, সেইসঙ্গে আমাজনকে ক্ষমা চাইতেও বলেন তিনি।

 

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আমাজনের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ম্যানেজার অমিত আগরওয়ালকে চিঠিও লেখেন। তিনি লেখেন, ‘নিঃশর্ত ক্ষমা না চাইলে আমাজনের কর্মকর্তাদের ভারতে যাওয়ার ভিসা দেয়া হবে না।’

 

শুধু তাই নয়, আগের দেয়া ভিসাও বাতিল করা হবে বলে জানান সুষমা। বিষয়টি খতিয়ে দেখতে কানাডায় ভারতীয় দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি।

 

উল্লেখ্য, আমাজনের ওয়েবসাইটে পণ্য বিক্রির সঙ্গে সরাসরি যুক্ত থাকে না সংস্থাটি। বিক্রেতা হচ্ছে তৃতীয়পক্ষ। আমাজন শুধু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সমন্বয় সাধনের কাজ করে।

 

বিবার্তা/নিশি

 

>> সুষমার ধমকে চুপসে গেল আমাজন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com