শিরোনাম
শৈত্যপ্রবাহে উত্তরপ্রদেশে ৯ জনের মৃত্যু
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:৪১
শৈত্যপ্রবাহে উত্তরপ্রদেশে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউ। প্রবল শৈত্যপ্রবাহের জেরে শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। দেশটির আবহওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানান।

 

কর্মকর্তারা জানান, লখনউতে সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েক বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। আগামী ১৬ জানুয়ারি অবধি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে কনকনে ঠাণ্ডার দাপট৷

 

নজিরবিহীনভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় তাপমাত্র নেমেছে শূন্য ডিগ্রিতে৷ কনকনে ঠাণ্ডায় ১৬ জানুয়ারি পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। ১ দশমিক ৬ ডিগ্রিতে কাঁপছে সুলতানপুর এবং কানপুর জেলাও। সূত্র: ইন্ডিয়া টুডে

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com