শিরোনাম
ফের জম্মু-কাশ্মীরে গোলাগুলি
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৫:৪০
ফের জম্মু-কাশ্মীরে গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়স্ত্রিত কাশ্মীর। সোমবার পাম্পোরে সরকারি ভবনে হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী বিস্ফোরণে ভবনের তিনটি তলায় আগুন ধরে যায়। সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছে বলে জানা গেছে।


রবিবার ভারতের গোয়েন্দা দফতরের পক্ষ থেকে জানানো হয়, নতুন করে সংসদ ভবনসহ একাধিক জায়গায় হামলা চালাতে পারে জইশ-এ-মোহাম্মদসহ একাধিক জঙ্গিগোষ্ঠী। ভারতের সার্জিকাল স্ট্রাইকের বদলা নিতেই বেনজির হামলা চালানোর ছক কষছে মাসুদ আজহারের এই জঙ্গিগোষ্ঠী বলে সেই রিপোর্টে জানানো হয়। তার একদিন পরই এ হামলা চালানো হলো।


পুলিশ কর্মকর্তারা জানান, শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ের ওপর ইডিআই বিল্ডিং চত্বরে জঙ্গিরা হামলা চালায়। গুলির আওয়াজ শুনতে পাওয়া যায় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। গোটা চত্বর ঘিরে ফেলেছে সেনাবাহিনী। তবে বেশ কয়েকজন পণবন্দি বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অলআউট অভিযানে যেতে পারছে না সেনারা।


ধোঁয়া উঠতে দেখে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। তবে তাদের ভবনে ঢুকতে দেয়া হয়নি ৷


এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে এই একই চত্বরে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘ ৪৮ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com