শিরোনাম
তিন পাকসেনার মাথা কেটেছিল ভারত
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১২:২২
তিন পাকসেনার মাথা কেটেছিল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১১ সালেও পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। সেসময় ভারতীয় সেনারা তিন পাকিস্তানি সেনার মাথা কেটে আনে। হত্যা করে আট পাকিস্তানি সেনাকে। এমনটিই দাবি করা হয়েছে ভারতের ইংরেজি দৈনিক ‘দ্যা হিন্দু’তে।


দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালেই শুধু নয়; সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ২০১১ সালেও। ওই অপারেশনের নাম ছিল ‘অপারেশন জিঞ্জার’। ভারতীয় কমান্ডোরা ওই অপারেশনটি চালিয়েছিল মেজর জেনারেল এ কে চক্রবর্তীর নেতৃত্বে। সেসময় তিনি সেনা বাহিনীর ২৮ নম্বর কুপওয়ারা ডিভিশনের প্রধান ছিলেন। এই অপারেশনের সূত্রপাত হয়েছিল ভারতের দুই সেনা জওয়ানের মাথা কেটে নিয়ে ‌যাওয়াকে কেন্দ্র করে।


সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ৩০ জুলাই বিকালে নিয়ন্ত্রণরেখায় কুপওয়ারা ডিভিশনে ভারতীয় সেনা চৌকিতে হামলা চালায় পাক হামলাকারীরা। সেসময় ওই জায়গায় ডিউটি বদল হওয়ার কথা ছিল। ১৯ নম্বর রাজপুত ব্যাটেলিয়ানের জায়গায় ওই চৌকিতে ডিউটিতে ‌যোগ দিতে ‌যাচ্ছিল ২০ নম্বর কুমায়ুন ডিভিশন। এই হামলায় অনেকটা হতচকিত হয়ে পড়ে ভারতীয় সেনারা। পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম-ব্যাট’র গুলিতে মারা ‌যান ছয় ভারতীয় জওয়ান। তাদের মধ্যে জয়পাল সিং অধিকারী ও দেবেন্দ্র সিং নামে দুই জওয়ানের মাথা কেটে নিয়ে ‌যায় ব্যাট। রাজপুত ব্যাটেলিয়ানের অন্য এক জওয়ানের মৃত্যু হয় হাসপাতালে।


ভারতীয় জওয়ানদের মাথা কেটে নিয়ে ‌যাওয়ার ঘটনায় গোটা ভারতে তোলপাড় শুরু হয়ে ‌যায়। তারপরেই অপারেশন জিঞ্জারের পরিকল্পনা করা হয়। ধারণা করা হয়, ওই ধরনের ভয়ঙ্কর ফিদাইন হামলা সম্প্রতি ভারত আর করেনি। চালকবিহীন বিমানের সাহা‌য্যে প্রথমে পাক সীমানায় টার্গেট চিহ্নিত করা হয়। ঠিক হয় হামলা করা হবে তিনটি পাক পুলিশ চৌকি, একটি সেনা আউট পোস্ট এবং অন্য একটি জায়গা।


২০১১ সালের ৩০ অগাস্ট অপারেশনটি চালায় ভারতীয় কমান্ডোরা। এবারের মতো সেবারও ওই অপারেশনটি চালিয়েছিল ভারতের প্যারা কমান্ডোরা। অপারেশনের আগের রাতে পাকিস্তানে ঢুকে পড়ে কমান্ডোদের কয়েকটি দল। পরদিন সকালে একটি পাক সেনা আউট পোস্টকে টার্গেট করে ভারতীয় কমান্ডোরা। পাক সেনাদের মাইন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়া হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com