শিরোনাম
ভারতে নতুন করে ২ লাখ ১৭ হাজার করোনা রোগী শনাক্ত
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২১, ১৪:৩২
ভারতে নতুন করে ২ লাখ ১৭ হাজার করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ১৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা দেশটিতে এ যাবৎকালে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।


ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।


এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে ১১৮৫ জনের। এ নিয়ে মৃত্যুর পরিসংখ্যান বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৪ জন হয়েছে।


কর্নাটক ও নয়াদিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। ১৪৭৩৮ জন আক্রান্ত হয়েছেন কর্নাটকে। আর দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নয়াদিল্লির রাজ্য সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে, বন্ধ রেখেছে শপিং মল।


দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে। গত ২৪ ঘণ্টায় ২৭ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com