শিরোনাম
কাশ্মির সীমান্তে পাকিস্তানী সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত
প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৭:৪৯
কাশ্মির সীমান্তে পাকিস্তানী সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছেন। নিহত ওই ভারতীয় সেনা জওয়ানের নাম ল্যান্স নায়েক কারনেইল সিং। ওই ঘটনায় বীরেন্দ্র সিং নামে এক রাইফেলম্যান গুরুতর আহত হয়েছেন। আহত বীরেন্দ্র সিংয়ের ডান চোখে আঘাত লেগেছে এবং তাকে রাজৌরির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মুখপাত্র বলেন, বুধবার রাতে পাকিস্তানী সেনারা বিনা প্ররোচনায় কাশ্মির সীমান্তে ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করে। এ সময় পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে কারনেইল সিং নামে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন।


এর আগে গত গত ৫ সেপ্টেম্বর কাশ্মিরের রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারী গুলিবর্ষণ ও মর্টার শেল ব্যবহার করে পাকিস্তানি সেনারা হামলা চালালে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন এবং একজন কর্মকর্তাসহ দুজন আহত হন। একইভাবে গত ২ সেপ্টেম্বর, রাজৌরির কেরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছিলেন। সূত্র: পার্সটুডে


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com