শিরোনাম
মহানবী (স:)কে অবমাননার জেরে বেঙ্গালুরু রণক্ষেত্র, নিহত ৩
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৯:১৯
মহানবী (স:)কে অবমাননার জেরে বেঙ্গালুরু রণক্ষেত্র, নিহত ৩
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বেঙ্গালুরুতে ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে অবমাননার জেরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিক্ষোভকারীরা থানায় হামলা চালায় এবং আগুন দেয় গাড়িতে। এ সময়ের পুলিশের গুলিতে তিনজন নিহত হয়।তবে অবমাননাকারীকে আটক করেছে পুলিশ।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এক ব্যক্তি ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন এমন অভিযোগে বিধানসভার মেম্বারের বাড়ির সামনে জড়ো হয় মানুষ। এসময় দোকানসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে অবস্থা আরো উত্তপ্ত হয়ে ওঠে। এসময় জনতা পুলিশের ওপর চড়াও হলে তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন হতাহত হয়।


পুলিশ জানায়, সংঘর্ষের পর ওই এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করতে কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও পাথর নিক্ষেপের সঙ্গে জড়িত থাকায় আরও ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com