শিরোনাম
পুলিশের গুলিতে কিশোরের মৃত্যু, উত্তাল কাশ্মীর
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৩:৫৫
পুলিশের গুলিতে কিশোরের মৃত্যু, উত্তাল কাশ্মীর
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপত্তা বাহিনীর গুলিতে কিশোরের মৃত্যুর পর ফের উত্তাল হয়ে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর। সহিংসতার আশঙ্কায় শুক্রবার রাত থেকেই শ্রীনগর, খান্যার, নওহাটা, রাইনাওয়ারি, মইসুমা, মহারাজগঞ্জ, সফাকাদল, বাতামাল্লুসহ একাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছে। যেকোনো রকম মিছিলের ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


জানা যায়, উত্তেজনা থামাতে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের সইদপোরা এলাকায় বিক্ষোভকারীদের ওপর পেলেট গান থেকে গুলি চালায় সেনাা। সেই গুলিতেই মারাত্মকভাবে আহত হয় জুনাইদ আহমেদ ভাট (১৩)। রাতেই তাকে ভর্তি করানো হয় শের-ই কাশ্মীর ইসস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এসকেআইএমএস)। শনিবার ভোরে তার মৃত্যু হয়।


এসকেআইএমএস হাসপাতালের এক চিকিৎসক জানান, জুনাইদ সাবডুরাল হিমেটোমা-মারাত্মক হেড ইনজুরিতে আক্রান্ত হয়েছিল এবং রাতের দিকেই তিনি মারা যান। তার ব্রেনে একাধিক পেলেট বিদ্ধ হয়েছিল।


এদিকে জুনাইদ আহমেদ ভাটের মৃত্যুর পরই কাশ্মীরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে হাসপাতাল থেকে জুনাইদের লাশ নিয়ে তার বাড়িতে নিয়ে আসার পরই সেখানে প্রায় শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। সরকারবিরোধী স্লোগান দেয়া হয় বলেও জানা যায়। জুনাইদের লাশ দাফন করতে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজনা ছড়ায়।


পুলিশ জানায়, সাইদপোরা এলাকায় বিক্ষোভ চরমে উঠলে বাধ্য হয়ে পেলেট বন্দুকের ব্যবহার করতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। কিন্তু মাথায় ও বুকে গুলি লাগায় আঘাত খুবই গুরুতর ছিল, স্বাভাবিকভাবেই তাকে বাঁচানো যায়নি। তবে বিক্ষোভের সঙ্গে জুনাইদেরে কোনো সম্পর্ক ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যায়।


গত ৮ জুলাই নিরপাত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি (২১) নিহত হওয়ার পর থেকে কাশ্মীরে টানা ৯১ দিন ধরে উত্তেজনা রয়েছে, ব্যহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। গত তিন মাসে সহিংসতায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১ জনের।


বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com