শিরোনাম
ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, মুম্বাইয়ে রেড অ্যালার্ট
প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৮:৩৪
ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, মুম্বাইয়ে রেড অ্যালার্ট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মহারাষ্ট্র ‍ও গুজরাটে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঘূর্ণিঝড় নিসর্গ আরো শক্তিশালী হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়’ এ পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।


ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ১০০ বছরের বেশি সময় পর ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কোনো সাইক্লোন।


এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ, প্রবল বেগে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে । এর ফলে মুম্বাই ও আশপাশের এলাকায় অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।ইতিমধ্যেই থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়েও জারি করা হয়েছে রেড অ্যালার্ট।


ভয়ঙ্কর শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে শুধু মহারাষ্ট্রই নয়, গুজরাট, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও জারি করা হয়েছে প্রবল সতর্কতা। মুম্বাই শহরের উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে অস্থায়ীভাবে নির্মিত একটি কোভিড-১৯ হাসপাতালের দেড়শজন রোগীও রয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com