শিরোনাম
গুলশান হামলায় মুঙ্গের যোগ খতিয়ে দেখছে ভারত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ০৯:৫৭
গুলশান হামলায় মুঙ্গের যোগ খতিয়ে দেখছে ভারত
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুলশানে জঙ্গি হামলার সঙ্গে ভারতের বিহারের মুঙ্গের’র অস্ত্র ব্যবসায়ীদের কোনো যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।


গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিরা মুঙ্গেরের তৈরি অস্ত্র ব্যবহার করেছিল বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছিল তার ভিত্তিতেই শুক্রবার বিহার পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে।


বিহার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘মুঙ্গেরের অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশের বাইরে অবৈধ অস্ত্র সরবরাহ করার যে অভিযোগ উঠেছে সেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।’


পুলিশের সূত্রমতে, ২০১৫ সালে পুলিশি অভিযানের পর মুঙ্গেরের অস্ত্র ব্যবসায়ীরা ওই এলাকা ছেড়ে পশ্চিমবঙ্গের মালদা জেলাসহ অন্য জায়গায় ঘাঁটি বাঁধে। পুলিশের মতে অস্ত্র ব্যবসায়ীদের কাছে পশ্চিমবঙ্গ সবসময়ই নিরাপদ আশ্রয়স্থল।


পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘এমনটি হতেই পারে যে মুঙ্গেরের অস্ত্রব্যবসায়ীরা এখানকার তৈরি অস্ত্র ঢাকায় হামলার জন্য তৈরি করেছিল। আমাদের কাছে তথ্য আছে যে মুঙ্গেরের তৈরি অস্ত্র সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করাটা তাদের (অবৈধ অস্ত্র ব্যাবসায়ী) কাছে খুবই সহজ ব্যাপার। ’


মুঙ্গেরের পুলিশ সুপার আশেস ভারতী জানান, ‘পুলিশ নিজের উদ্যোগে তাদের তদন্ত শুরু করেছে।’


চলতি মাসের শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও জঙ্গি দমনে নবগঠিত কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলামের বরাত দিয়ে বাংলাদেশের পত্রিকা ‘ঢাকা ট্রিবিউন’এ প্রকাশিত এক প্রতিবদেনে জানানো হয়, ‘বিহারের মুঙ্গেরে তৈরি করা অস্ত্রই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গুলশানের হামলাকারীদের কাছে পৌঁছেছিল। কারণ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া তিনটি একে-২২ রাইফেলের গায়ে মুঙ্গেরের অস্ত্র কারখানার ছাপ পাওয়া গিয়েছে।’


সূত্রমতে, ঢাকা হামলার একমাস আগেই একে-২২ রাইফেল ও ছোট অস্ত্র চোরাপথে ঢাকার জঙ্গিদের হাতে পৌঁছেছিল।


বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com