শিরোনাম
ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: আনন্দবাজার
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩
ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: আনন্দবাজার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগে বাংলাদেশ, বিশিষ্ট নাগরিকদের বিবৃতি’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজারপত্রিকা।


আনন্দবাজার লিখেছে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের জেরে গত চার দিন ধরে আগুন জ্বলেছে রাজধানী দিল্লিতে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী বাংলাদেশ।


ভারতকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে বার্তাও দিয়েছেন তারা।


বিবৃতি দাতারা হলেন, আব্দুল গফ্‌ফর চৌধুরী,হাসান আজিজুল হক, অনুপম সেন, হাসান ইমাম, সারোয়ার আলি, রামেন্দু মজুমদার, মফিদুল হক, তারেক আলি, আনিসুজ্জামান, নাসিরউদ্দিন ইউসুফ।


এক বিবৃতিতে বাংলাদেশী বিশিষ্টজনরা জানিয়েছেন, তারা ভারতের রাজধানী দিল্লিতে চলা অশান্তি নিয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, পরিস্থিতি সম্মিলিতভাবে সামাল দিতে না পারলে পার্শ্ববর্তী দেশে অর্থাৎ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। নষ্ট হতে পারে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি।


ওই বিবৃতিতে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকেরা ভারত সরকারকে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।সূত্র: আনন্দবাজার।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com