শিরোনাম
বাংলাদেশী শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৫
বাংলাদেশী শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ এনে বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশের নাগরিক এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রশন অফিস (এফআরআরও) থেকে এ নির্দেশ পাঠানো হয়।


এনআরসি, সিএএবিরোধী বিক্ষোভে তিনি বন্ধুদের পাশে ছিলেন এমন অভিযোগে তাকে দেশে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তার সহপাঠীরা বলেন, এনআরসি ও সিএএবিরোধী একটি বিক্ষোভের সময় তিনি কিছুটা দূরে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এ নির্দেশিকা পেয়ে ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, আমার সঙ্গে কেন এমন হলো? কি করব? বুঝে উঠতে পারছি না।


এক সহপাঠী জানান, সে একটু সুস্থ হলে আমরা কথা বলব এ নিয়ে কী করা উচিত। তবে এটুকু বলতে পারি, এনআরসি বিরোধী কোনো বিক্ষোভে সমর্থন দেয়ার মতো ঘটনা ঘটেনি।


বাংলাদেশ উপদূতাবাস সূত্র জানায়, বিষয়টি তারা জেনেছেন। কি কারণে এটা হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। কবেকার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়েছে, তা তারা জানার চেষ্টা করছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com