শিরোনাম
মোদিই রক্তের দালাল: রাহুল
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১১:২৮
মোদিই রক্তের দালাল: রাহুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’র পর ভারতের সব বিরোধী দলকেই পাশে পেয়েছিল নরেন্দ্র মোদি সরকার। যে সোনিয়া গান্ধী একসময় মোদিকে ‘মওত কা সওদাগর’ বলে বিতর্কের ঝড় তুলেছিলেন, তিনিও সরকারের এই পদক্ষেপের সমর্থনে মুখ খোলেন। রাহুলকেও প্রশংসা করে বলতে হয়, ‘এই প্রথম মোদি প্রধানমন্ত্রীসুলভ কোনো কাজ করলেন।' কিন্তু বিজেপি যেভাবে ওই সেনা অভিযান নিয়ে ঢাক পেটাতে শুরু করেছে এবং ভোটের হাতিয়ার করে তুলেছে, তাতেই সুর বদলে যাচ্ছে বিরোধীদের।


কৃষক যাত্রার শেষে দিল্লিতে ফিরে বৃহস্পতিবার যন্তরমন্তরের সভা থেকে রাহুল মোদিকে ‘রক্তের দালাল’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘জম্মু-কাশ্মীরে জওয়ানরা রক্ত ঝরিয়েছেন। সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। আপনি আড়ালে থেকে তাদের রক্ত নিয়ে দালালি করছেন। এটা একেবারেই ঠিক নয়। সেনা সেনার কাজ করেছে। আপনি আপনার কাজ করুন। সপ্তম বেতন কমিশনে সেনাদের পয়সা বাড়ান। তার জন্যই মানুষ আপনাকে নির্বাচিত করেছে।’


শুধু কংগ্রেস নয়, বিরক্ত এনসিপি নেতা শরদ পওয়ারও। তিনি এদিন মনে করিয়ে দেন, তার সময়েও চারবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। কিন্তু তারা সংযমী ছিলেন, ঢাক পেটাননি।


তাদের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘এটি রাহুলের হামলা নয়, নীচতা। ঈশ্বর রাহুলকে শুভবুদ্ধি দিন। দালালির (পাকিস্তান) প্রতি গান্ধী পরিবারের পুরনো ঘনিষ্ঠতা আছে। বোফর্স থেকে শুরু করে স্পেকট্রাম, কয়লা, সাবমেরিন-জল-স্থল-আকাশ সর্বত্রই দালালির ভাগ খেয়ে এসেছে রাহুলের পরিবার। তাই সেনাবাহিনী সম্পর্কেও এমন কথা মুখ থেকে বেরোয়।’


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের কটাক্ষ, ‘রাহুল যেভাবে সেনাবাহিনীকেও অপমান করছেন, তাতে তিনিই দায়িত্ব নিয়ে কংগ্রেসমুক্ত ভারত গড়ে ফেলবেন।’


আগ্রায় বিজেপি নেতা পরিকর বলেন, ‘মোদির নেতৃত্বে সীমান্ত নিরাপদ। সকলে নিশ্চিন্তে থাকতে পারেন।’ সেনা অভিযান নিয়ে যারা সংশয় প্রকাশ করেছেন, তাদের উদ্দেশে পরিকর বলেন, ‘সেনার প্রতি আস্থা না রেখে যারা অভিযান নিয়ে সংশয় প্রকাশ করছেন, তারা দেশের প্রতি দায়বদ্ধ নন। আমাদের সেনা শতভাগ নিখুঁত অভিযান চালিয়েছে, যা গোটা বিশ্বে বিরল। আমি নিজে সাদাসিধে হলেও দেশের নিরাপত্তার স্বার্থে ট্যারাও হতে পারি।’


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com