শিরোনাম
ভারতে পেঁয়াজ বোঝাই ট্রাক লুট
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৭
ভারতে পেঁয়াজ বোঝাই ট্রাক লুট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে এক ব্যবসায়ীর পেঁয়াজভর্তি একটি ট্রাক পুরোটাই লুট হয়ে গেছে। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সঙ্গে তাল মিলিয়ে পেঁয়াজের দামও আকাশছোঁয়া।


যে কারণে এভাবে দরকারি এই পণ্যটিও ডাকাত ও চোরের কবলে পড়ছে।


রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ওই ট্রাকটিতে চল্লিশ টন পেঁয়াজ ছিল। মধ্য নভেম্বরে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে যাচ্ছিল সেটি। কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে পারেনি ট্রাকটি।


মাঝপথেই নিখোঁজ হয়ে যায় বাহনটি। পরবর্তী সময়ে খালি অবস্থায় পাওয়া গেছে সেটি। মঙ্গলবার মধ্যপ্রদেশে এমন ঘটনা ঘটেছে।


পুলিশ বলছে, ২২ লাখ রুপির সমমূল্যের ওই পেঁয়াজ এই দুর্মূল্যের বাজারে লোকজনের জন্য সৌভাগ্য হয়ে আসতে পারতো। কিন্তু সেটি লুটপাট হয়ে গেল।


অধিকাংশ ভারতীয় রাজ্যে এখন এককেজি পেঁয়াজের মূল্য ১০০ রুপির বেশি হবে। মুম্বাই, চেন্নাই, কলকাতা ও পুনেতে কখনো কখনো এই দাম ১২০ থেকে ১৩০ রুপিও হয়েছে।


চলতি সপ্তাহে আরো কয়েকটি পেঁয়াজ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গুজরাটের একটি সবজি দোকান থেকে ৫০ বস্তা পেঁয়াজ চুরি হয়েছিল।


পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটেছে।পেঁয়াজের অতিরিক্ত দাম ভারতে এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com