শিরোনাম
ডেঙ্গু মোকাবেলায় ঈদের ছুটিতে কমিউনিটি ক্লিনিক খোলা
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১৮:২৪
ডেঙ্গু মোকাবেলায় ঈদের ছুটিতে কমিউনিটি ক্লিনিক খোলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও দেশব্যাপী গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকছে।


ঈদে নাড়ির টানে যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ি শুক্রবার (৯ আগস্ট) থেকে (ঈদের দিন ছাড়া) আগামী ১৭ আগস্ট পর্যন্ত দেশের সব কমিউনিটি ক্লিনিক চালু থাকবে।


শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।


এতে বলা হয়, এছাড়াও সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো মশা নিধন কর্মসূচি প্রতিদিনই অব্যাহত রাখবে।


ঈদের ছুটির সময় যেন অফিস বা তার চারপাশে কোনো পানি জমে না থাকে সেদিকে দৃষ্টি দিয়ে এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম নিয়মিত তদারকি করতে সব মন্ত্রণালয়, বিভাগ ও দফতরগুলোকে ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিসিয়ালি নির্দেশ দেয়া হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয় থেকেও স্কুল কলেজসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রেখে ঈদের ছুটির দিনগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।


স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।


তথ্য বিবরণীতে আরো বলা হয়, দিনরাত ২৪ ঘন্টায় ডেঙ্গু সংক্রান্ত সহায়তা পাওয়ার জন্য নীচের হটলাইনগুলো খোলা থাকবে।


ডেঙ্গু সংক্রান্ত সকল পরীক্ষার নির্ধারিত মূল্য না মানলে অভিযোগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিম্নে উল্লেখিত হটলাইনে যোগাযোগ করারও আহবান জানানো হয়েছে। হটলাইন নং ০১৩১৪৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭,


দ্রুত সেবা, পরামর্শ, সেবা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ফোন নং। স্বাস্থ্য সেবা বিভাগ : ৯৫৪০২০৬,হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার : ০১৭৫৯১১৪৪৮৮,যেকোনো সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের সেবা ০১৭০৮৫০৬০৪৭, ডেঙ্গু পরীক্ষার কিটের প্রয়োজনে ওষুধ প্রশাসন অধিদফতরের কন্ট্রোল রুমের নং : ০১৭০৮৫০৬০৪৭;


প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাংলাদেশ স্কাউটসের সহায়তা কেন্দ্রের নং: ৫৮৩১২৪৭৫ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কল সেন্টার ০১৯৩২৬৬৫৫৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের


ফোন নম্বর : ০৯৬১১০০০৯৯৯।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com