শিরোনাম
ঢামেক আইসিইউতে নতুন ৫০ বেড
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১৭:৫১
ঢামেক আইসিইউতে নতুন ৫০ বেড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৫০টি বেড বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


মঙ্গলবার (৬ আগস্ট) অধিদফতরে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে অনুষ্ঠিত নিয়মিত এক সভায় এ কথা জানানো হয়েছে।


এতে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সভায় অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টের লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/তওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com