শিরোনাম
শিশু হাসপাতালে চিকিৎসা না পেয়ে হট্টগোল
প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১২:২৭
শিশু হাসপাতালে চিকিৎসা না পেয়ে হট্টগোল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশুদের সবাই জ্বরে আক্রান্ত। কেউ জ্বরে কাতরাচ্ছে। কেউ কাঁদছে। অসুস্থ শিশুদের নিয়ে জরুরি বিভাগের সামনে কয়েক ঘণ্টা অপেক্ষা। তারপরও চিকিৎসকদের দেখা না পেয়ে অভিভাবকরা অস্থির হয়ে পড়ছেন। অনেকেই হট্টগোল করছেন।


শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে এমন চিত্র দেখা যায়।


এদিকে অবস্থা মোকাবেলায দায়িত্বরত আনসার সদস্যদের বেগ পেতে হচ্ছে। কখনো তারা অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণও করছেন।


তবে অভিভাবকরা বলছেন, শুক্রবার হওয়ায় সব হাসপাতালেই চিকিৎসকের সংখ্যা কম। অনেক হাসপাতালে চিকিৎসক না পেয়ে তারা শিশু হাসপাতালে এসেছেন। কিন্তু শিশু হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া চিকিৎসা দেয়া হচ্ছে না। যেখানে শিশু হাসপাতালে আরো জরুরি বিভাগ খোলা দরকার ছিল, সেখানে মাত্র একটি। সেখানেও মাত্র দুই থেকে তিনজন চিকিৎসক।


হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসকদের আসতে বলা হয়েছে।


এ বিষয়ে অ্যানেস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম জাহাঙ্গীর কবীর বলেন, বৃহস্পতিবারও রোগীর সংখ্যা কম ছিল। কিন্তু শুক্রবার (২ আগস্ট) হঠাৎ করেই রোগী বেড়ে গেছে। আমরা এখন চিকিৎসকদের ডেকেছি। তারা আসছেন। আমাদের পরিচালক স্যারও আসছেন। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করছি।


তিনি বলেন, আমাদের সক্ষমতা সাড়ে ছয়শ রোগীর চিকিৎসা দেয়া। সাড়ে ছয়শ রোগীর চিকিৎসাই দেয়া হচ্ছে। তবে এটা খুব কম। এ মুহূর্তে কমপক্ষে এক হাজার শয্যা দরকার।


জাহাঙ্গীর কবীর জানান, এ মুহূর্তে ভর্তি ডেঙ্গু আক্রান্ত শিশু ১২৮। শয্যা কম থাকায় গুরুতর ডেঙ্গু রোগী ছাড়া ভর্তি নেয়া হচ্ছে না। তবে আমাদের এখানে ডেঙ্গু পরীক্ষায় ব্যবহৃত কীটের সমস্যা নেই।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com